গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‌‘হলদে পাখি সম্প্রসারণ’র সভা সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‌‘হলদে পাখি সম্প্রসারণ’র সভা সম্পন্ন

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মসূচী সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় কাজীটুলাস্থ সিলেট গাইড হাউজে এই অনুষ্ঠান হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মসূচী সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারী কামরুন নাহার বেগম, আঞ্চলিক কোষাধ্যক্ষ চৌধুরী ফেরদৌস আরা কামাল, জেলা কমিশনার সাহান জাফরীন রোজী, স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন, সদস্য সালমা বাছিত।

এসোসিয়েশনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তাসনীম বেগম, সুতপা বানী সরকার, সঞ্চিতা চৌধুরী, শামিমা আক্তার, কামরুন নাহার বেগম, শাহানা বেগম, শ্রীপ্রাদেশ, শিল্পী রানী দেবী, বীথিকা রায়, পূর্ণিমা রানি দাস তালুকদার, নাছিমা আক্তার খানম, মৌসুমী সাংমা, রোকেয়া বেগম চৌধুরী, মাধুরী মজুমদার, অফিস কর্মকর্তা মো, নাজির হোসেন, রেঞ্জার সংগীতা কর্মকার, উম্মে হাবিবা সুমি, মাহবুবা জাহান রিমু, অফিস সহকারি মানিক মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ