কোম্পানীগঞ্জে ক্যাপ ফাউন্ডেশনের কমিউনিটি মসজিদের উদ্বোধন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

কোম্পানীগঞ্জে ক্যাপ ফাউন্ডেশনের কমিউনিটি মসজিদের উদ্বোধন

আর্থসামাজিক উন্নয়ন ও আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা কমিউনিটি এগেইনস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ঢালারপার গ্রামে একটি কমিউনিটি মসজিদের উদ্বোধন ও কোম্পানীগঞ্জ উপজেলার কর্ণারশপ (টং দোকান) এবং টিউভওয়েল বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন ক্যাপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ জানান, আমাদের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় বিভিন্ন সেবা সামগ্রী বিতরণ করা হবে। ক্যাপ ফাউন্ডেশন দেশের দরিদ্র ও অনগ্রসর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের কমিউনিটি মসজিদের উদ্বোধন কর্ণারশপ
(টং দোকান) এবং টিউভওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্যাপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সামাদ, ফাউন্ডার এবং সিইও আব্দুল নূর হুমাউন, মেন্টাল হেল্প প্রজেক্টের হেড পলি ইসলাম, এ্যাডভাইজার এম্বেসেডর শেখ কাউছার আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেন, প্রজেক্ট ভিডিও গ্রাফার আব্দুল মতিন (মেট) প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ