ধর্ষকেরা আজ যেন অপ্রতিরোধ্য হায়েনার রূপ ধারণ করেছে: গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

ধর্ষকেরা আজ যেন অপ্রতিরোধ্য হায়েনার রূপ ধারণ করেছে: গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন

জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা কমিটির উদ্যোগে দেশব্যাপী নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৪টায় বন্দরবাজারস্থ বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানের সামনে এই মাননববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা এড জাহানারা হক, কেন্দ্রীয় সম্পাদক মুরশিদা আকতার নাহার, জেলা সভাপতি হিনু বর্মন, তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি জেলা সভাপতি শাকেরা সুলতানা জান্নাত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দার আলী,
জেলা সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য ইন্দ্রানী সেন শম্পা, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সমগ্র দেশ যেন আজ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এই করোনা মহাদুর্যোগেও একের পর এক ধর্ষণ কাণ্ডে জাতি আজ চরম আতঙ্কিত, লজ্জিত ও ক্ষোব্ধ। মা-বোনরা আজ ঘর থেকে বের হতেও আতঙ্কবোধ করছে, এ যেন করোনার চেয়েও বড় মহামারী। প্রভাবশালীদের লালন-পালনে এবং অতীতে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ধর্ষকেরা আজ যেন অপ্রতিরোধ্য হায়েনার রূপ ধারণ করেছে। এর দায় সরকার কোনো ভাবেই এড়াতে পারে না। অনতিবিলম্বে এসব ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নেমে এদেরকে প্রতিহত করতে বাধ্য হবো। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ