করোনায় সেবামূলক কাজে ইতিহাস রেকর্ড করলেন প্রবাসী সাংবাদিক মিজানুর রহমান মিজান

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

করোনায় সেবামূলক কাজে ইতিহাস রেকর্ড করলেন প্রবাসী সাংবাদিক মিজানুর রহমান মিজান

মিজানুর রহমান মিজান আন্তর্জাতিক চারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশনএর ফাউন্ডার চেয়ারম্যান, বাংলাদেশের জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় এবং সাংবাদিক এছাড়াও তার অনেক পরিচয় রয়েছে দেশে বিদেশে। বাংলাদেশে এখনো অনেক গুণী এবং মানবিক ব্যক্তিরা আছেন যারা দেশকে ভালবাসেন দেশের সাধারণ মানুষকে ভালোবাসেন। বাংলাদেশের বিভিন্ন সময়ে ক্রান্তিকালে যারা নিঃশর্তভাবে দেশের কল্যাণে এগিয়ে আসেন তাদেরই অন্যতম একজন মিজানুর রহমান মিজান, সারা বিশ্বের মানুষ যখন COVID-19 পরিচিত নাম ভয়ানক অদৃশ্য মরণ ব্যাধি করোনা ভাইরাস এর আক্রমনে দিশেহারা ঠিক তখনই করোনায় সেবামূলক কাজে ইতিহাস রেকর্ড করলেন সাংবাদিক মিজানুর রহমান মিজান ইংল্যান্ডে তার ব্যবসা বাণিজ্যকে উপেক্ষা করে নিজের নিরপত্তার চিন্তা না করে দেশের মানুষরা কিভাবে ভালো থাকবে, বাংলাদেশে কিভাবে ভালো থাকবে এই ক্রান্তিকালে দেশের অসহায় মানুষের পরিবার কিভাবে চলবে সেই দিক বিবেচনা করে অসংখ্য অসহায় মানুষকে নগদ অর্থ এবং গরিব বস্তিতে ত্রাণ সহায়তা প্রদান করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, বস্ত্র সহ করণা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার ইকুপমেন্টস যেমন মাক্স ,হ্যান্ড গ্লাভস, মেডিকেল ক্যাপ সহ বিভিন্ন দ্রব্যাদি বিতরণ করেছেন। এসকল সমাজসেবামূলক কাজগুলো তিনি তার চ্যারিটি সংস্থার সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করেছেন। সমাজে অসহায় মানুষগুলো যখন বিত্তবানদের কাছে কিছু চান তখন অনেকেই এগিয়ে আসেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন কিন্তু এই সহযোগিতার মধ্যে কিছু ধরন রয়েছে যেমন মিজানুর রহমান মিজান এর কাছে কোন অসহায় মানুষ সহযোগিতা চাইলে তিনি নীরবে শুনেন পরে চিন্তা করে আশ্বস্ত করেন এবং সেই সহযোগিতা টুকু দেয়ার সময় তিনি হাস্যজ্জল এবং খুবই আনন্দ অনুভব এর মাধ্যমে দান করেন। এটা নিশ্চয়ই একজন উদার ও মহান মানুষের কাজ তাই আসুন আমরা সকলে মিলে আমাদের দেশের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই এবং মানবকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করি তাহলেই আমাদের দেশ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ