আব্দুল হাফিজ মাস্টারের মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

আব্দুল হাফিজ মাস্টারের মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এইচ রহমান হাবিবের পিতা ও ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জিয়াপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউ.কে কমিটির উপদেষ্টা, লন্ডন বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল হাফিজ মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল হাফিজ মাস্টার একজন স্বনামধম্য শিক্ষক ছিলেন। তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতায় পেশায় অনেক সুনাম অর্জন করেছেন। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
তিনি মরহুম আব্দুল হাফিজ মাস্টারের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হাফিজ মাস্টার রোববার লন্ডন সময় সকাল ৯টা ২৫মিনিটে ইংল্যান্ডের রয়েল লন্ডন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ……… রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ