বানিয়াচংয়ে পোড়া তেল ব্যবহারে খাদ্য তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

বানিয়াচংয়ে পোড়া তেল ব্যবহারে খাদ্য তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আলোকিত সিলেট ডেস্ক :::  পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নতুন বাজারের অভিযান পরিচালিত করেন অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও খাদ্য পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করার দায়ে হযরত শাহপরান বেকারিকে ১০ হাজার, মূল্য তালিকা না রাখা, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়া ও ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার দায়ে নাসির স্টোরকে পাঁচ হাজার এবং অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে উজ্জ্বল ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সার্বিক সহায়তায় ছিলেন বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতমসহ পুলিশ সদস্যরা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ